সবসময় মেয়েকে কেন সঙ্গে রাখেন, কারণ জানালেন ঐশ্বরিয়া
যেখানে যান, মেয়ে আরাধ্যা বচ্চনকে সঙ্গে নিয়ে যান ঐশ্বরিয়া রায় বচ্চন। মায়ের স্নেহের ছত্রছায়ায় বড় হয়ে উঠছে আরাধ্যা। গত কয়েক মাস ধরে গুঞ্জন উঠেছে যে, অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রায়ের দাম্পত্যে দূরত্ব সৃষ্টি হয়েছে। এর ফলে আরাধ্যাকে শুধু মায়ের সঙ্গে সর্বত্র দেখা যাচ্ছে। ঐশ্বরিয়া তার একমাত্র মেয়েকে গভীর ভালোবাসায় জড়িয়ে রেখেছেন।
মেয়েকে কোন শিক্ষায় বড় করছেন ঐশ্বরিয়া? সম্প্রতি আবুধাবিতে এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সাংবাদিকরা এই প্রশ্ন করেন। অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকও একজন মা ছিলেন, তাই তিনি মা হিসেবে সন্তানকে কী পরামর্শ দেওয়া উচিত, সে সম্পর্কে কথা বলেন ঐশ্বরিয়া। অভিনেত্রী বলেন, “শুনুন, আপনিও একজন মা। আপনি সবচেয়ে ভালো বুঝবেন। আমরা সবাই মানুষ। বসে বসে একে অপরকে এই নিয়ে পরামর্শ দেওয়া কোনো লাভের নয়। এর কোনো নিয়ম নেই। তাই আপনাকে আপনার মতো করে আপনার সন্তানকে বড় করতে হবে। আপনি নিজেই অসাধারণ মা। আপনাকে ও আপনার মেয়ের জন্য শুভেচ্ছা ও ভালোবাসা।”
এই অনুষ্ঠানে আরও একটি প্রশ্ন করা হয় ঐশ্বরিয়ার কাছে—‘কেন তিনি সব জায়গায় আরাধ্যাকে নিয়ে যান?’ উত্তরে অভিনেত্রী বলেন, “ও আমার মেয়ে। আমার সঙ্গে সব জায়গায় যেতে পারে।”
২০০৬ সালে ‘উমরাও জান’ ছবির সময় ঐশ্বরিয়া প্রেমে পড়েন অভিষেকের। এরপর ২০০৭ সালের ২০ এপ্রিল ধূমধাম করে বিয়ে করেন তারা। ২০১১ সালের ১৬ নভেম্বর অভিষেক ও ঐশ্বর্যার ঘরে আসে প্রথম সন্তান আরাধ্যা বচ্চন। কিন্তু, সেই সুখের সংসারে নাকি চিড় ধরেছে—এমনই জল্পনা চলছে বি-টাউনে।