সোনার বাজারের অস্থিরতা: ক্রেতার অভাবে অলংকার ব্যবসায়ীরা
নতুন একটি রিপোর্টে দেখা যাচ্ছে, আন্তর্জাতিক বাজারের সঙ্গে দেশের বাজারেও সোনার দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এই অস্বাভাবিক দাম বৃদ্ধির ফলে অলংকার ব্যবসায়ীরা বিপাকে পড়েছেন, এবং ক্রেতার সংকটে বিক্রি কমেছে আশঙ্কাজনকভাবে। অনেক ব্যবসায়ী কর্মীদের বেতন দিতে হিমশিম খাচ্ছেন এবং ব্যবসা গুটানোর কথা ভাবছেন।
বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ৩৭ হাজার ৪৪৯ টাকা। কিন্তু ক্রেতাদের অলংকার কিনতে ১ লাখ ৫২ হাজার ৫৬৮ টাকা দিতে হচ্ছে, যা ৫% ভ্যাট এবং ৬% মজুরি যোগ করে নির্ধারণ করা হয়। সোনার দাম বৃদ্ধির ফলে অনেকেই অলংকার কেনার কথা ভাবছেন না। মধ্যবিত্ত ও উচ্চবিত্ত উভয়েই সোনার অলংকার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন।
বিশ্বজুড়ে রাজনৈতিক অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতির কারণে সোনার দাম বেড়ে চলেছে। ব্যবসায়ীরা বলছেন, এই পরিস্থিতির কারণে সোনায় বিনিয়োগ বেড়েছে এবং ফলে দাম বেড়েছে। রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে, বিশ্ববাজারে সোনার দাম নিয়ন্ত্রণে ৩০ জনের মতো ব্যবসায়ীর প্রভাব রয়েছে, যার মধ্যে বেশিরভাগই ইসরায়েলি।
বর্তমান পরিস্থিতিতে বিক্রি কমেছে ৫০% এরও বেশি। অনেক ব্যবসায়ী কর্মী কমাতে বাধ্য হচ্ছেন এবং ব্যবসা ছাড়ার চিন্তা করছেন। করোনার পর থেকেই অলংকার ব্যবসায় মন্দা শুরু হয়, এবং বর্তমানে সাধারণ মানুষ সোনা কিনছেন না।
বাজুসের সভাপতি ও ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক পরিস্থিতি অস্থিতিশীল থাকলে সোনার দাম কমার সম্ভাবনা খুবই কম। বাজারের এই অবস্থা চলতে থাকলে অনেকেই ব্যবসা ছাড়তে বাধ্য হবেন।