রবিবার,১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


সেনাবাহিনীর উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে নগদ অর্থ ও টিন বিতরণ


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.১০.২০২৪

সেনাবাহিনীর উদ্যোগে

সেনাবাহিনীর উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে নগদ অর্থ ও টিন বিতরণ

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১৬টি পরিবারের মধ্যে সেনাবাহিনীর উদ্যোগে নগদ অর্থ ও টিন বিতরণ করা হয়েছে।

বুধবার (২ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে প্রত্যেক পরিবারকে চার বান করে মোট ৬৪ বান টিন ও অর্থ দেওয়া হয়।

টিন ও অর্থ বিতরণ করেন সেনাবাহিনীর বিগ্রেডিয়ার জেনারেল আবু সাঈদ মাসউদ। এসময় সেনাবাহিনীর সিইও ল্যাপ্টেনেন কর্নেল মো. মশিউর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলাম, ক্যাপ্টেন মো. সাইদুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আতিক উল্লাহ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বন্যার শুরু থেকেই বন্যাদুর্গতদের উদ্ধার, আশ্রয়কেন্দ্রে প্রেরণ, নিত্য ব্যবহার্য জিনিসপত্র, শুকনো ও রান্না করা খাবার সরবরাহসহ নানা কার্যক্রম চালিয়ে আসছে সেনাবাহিনীর সদস্যরা। উপজেলা প্রশাসন ও বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনের সদস্যদের সহায়তায় এ কার্যক্রম পরিচালনা করছেন সেনাবাহিনী। পানি কমার সাথে সাথে বাড়ি ফেরা বন্যার্ত লোকজনকে পূনর্বাসনের জন্যও কাজ করছেন সেনাসদস্যরা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি