সেনাবাহিনীর উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে নগদ অর্থ ও টিন বিতরণ
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১৬টি পরিবারের মধ্যে সেনাবাহিনীর উদ্যোগে নগদ অর্থ ও টিন বিতরণ করা হয়েছে।
বুধবার (২ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে প্রত্যেক পরিবারকে চার বান করে মোট ৬৪ বান টিন ও অর্থ দেওয়া হয়।
টিন ও অর্থ বিতরণ করেন সেনাবাহিনীর বিগ্রেডিয়ার জেনারেল আবু সাঈদ মাসউদ। এসময় সেনাবাহিনীর সিইও ল্যাপ্টেনেন কর্নেল মো. মশিউর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলাম, ক্যাপ্টেন মো. সাইদুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আতিক উল্লাহ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বন্যার শুরু থেকেই বন্যাদুর্গতদের উদ্ধার, আশ্রয়কেন্দ্রে প্রেরণ, নিত্য ব্যবহার্য জিনিসপত্র, শুকনো ও রান্না করা খাবার সরবরাহসহ নানা কার্যক্রম চালিয়ে আসছে সেনাবাহিনীর সদস্যরা। উপজেলা প্রশাসন ও বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনের সদস্যদের সহায়তায় এ কার্যক্রম পরিচালনা করছেন সেনাবাহিনী। পানি কমার সাথে সাথে বাড়ি ফেরা বন্যার্ত লোকজনকে পূনর্বাসনের জন্যও কাজ করছেন সেনাসদস্যরা।