কুমিল্লায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদনের দায়ে অর্থদণ্ড প্রদান
কুমিল্লা জেলা প্রশাসন ও বিএসটিআই কুমিল্লা জেলা অফিসের সমন্বয়ে কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলায় একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) শাসনগাছা এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রী রতন কুমার দত্ত এই অভিযান পরিচালনা করেন।
অভিযানে মেসার্স ফুলকুড়ি সুইটস প্রতিষ্ঠানটিকে বিএসটিআই অনুমোদন (সিএম লাইসেন্স) ব্যতীত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ফুলকুড়ি ব্র্যান্ডের মিষ্টি উৎপাদন ও বিক্রি করার কারণে, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন-২০১৮ এর ৩০ ধারায় প্রতিষ্ঠানটিকে ১৫,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন, বিএসটিআই কুমিল্লার ফিল্ড অফিসার ইকবাল আহমদ এবং কাজী মোঃ শাহান। জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।