শনিবার,১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » শিক্ষার্থীদের মুখস্থের চাপে বিপর্যস্ত, বার্ষিক পরীক্ষায় সহজ প্রশ্নের দাবি


শিক্ষার্থীদের মুখস্থের চাপে বিপর্যস্ত, বার্ষিক পরীক্ষায় সহজ প্রশ্নের দাবি


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.১০.২০২৪

মুখস্থের চাপে বিপর্যস্তশিক্ষার্থীদের মুখস্থের চাপে বিপর্যস্ত, বার্ষিক পরীক্ষায় সহজ প্রশ্নের দাবি

ডেস্ক রিপোর্ট:

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মিফতা জান্নাত গত বছর সপ্তম শ্রেণিতে নতুন শিক্ষাক্রমে পড়াশোনা করেছিল। সেখানে মুখস্থ করার পরিবর্তে হাতে-কলমে শিখতে হয়েছে। তবে এই বছর শিক্ষাক্রম বাতিল হওয়ার পর ডিসেম্বরে পুরোনো নিয়মে বার্ষিক পরীক্ষার মুখোমুখি হতে হবে। ফলে হঠাৎ করে পড়া মুখস্থ করতে গিয়ে মিফতা চাপে পড়েছে। তার মা আঞ্জুমান আরা বলেন, “মেয়েকে পড়তে বসালেই কান্না করে, অনেকক্ষণ পড়ার পরেও কিছুই মনে রাখতে পারছে না। এতে ও মানসিক চাপে আছে।”

শুধু মিফতা নয়, নতুন শিক্ষাক্রম বাতিলের ফলে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের অধিকাংশ শিক্ষার্থীই সমস্যায় পড়েছে। গত দুই বছর তারা পরীক্ষাবিহীন পদ্ধতিতে পড়াশোনা করেছে, তাই হঠাৎ করে মুখস্থ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া কঠিন হয়ে পড়েছে। অভিভাবকরাও শিক্ষার্থীদের মানসিক চাপ নিয়ে চিন্তিত। যদিও নতুন শিক্ষাক্রম বাতিল হওয়ায় কিছু অভিভাবক সন্তুষ্ট, তারা আশা করছেন যে এই সমস্যা সাময়িক।

এনসিটিবি (জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড) চেয়ারম্যান অধ্যাপক এ কে এম রিয়াজুল হাসান জানান, “আমরা শিক্ষার্থীদের জন্য একটি সিলেবাস দিয়েছি, তবে সহজভাবে পরীক্ষা নেওয়ারও নির্দেশনা রয়েছে। তাই বড় কোনো সমস্যা হবে না বলে আশা করছি।”

অন্যদিকে, মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শিক্ষার্থীদের হঠাৎ চাপ না দিয়ে তাদের ধীরে ধীরে মুখস্থ পড়ায় অভ্যস্ত করতে হবে, তা না হলে দীর্ঘমেয়াদি মানসিক প্রভাব পড়তে পারে।

শিক্ষকরা বলছেন, দুই মাস পরের বার্ষিক পরীক্ষার জন্য নির্ধারিত সিলেবাস শেষ করা শিক্ষার্থীদের জন্য কঠিন হয়ে দাঁড়াবে। তাছাড়া, শিক্ষার্থীরা এখন মুখস্থ পড়ার অভ্যাস হারিয়ে ফেলেছে, ফলে পরীক্ষার চাপ বেড়ে যাচ্ছে। মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীর অভিভাবক আওরঙ্গজেব সেলিম বলেন, “বাচ্চারা পড়াই ভুলে গেছে, এত বড় সিলেবাস কিভাবে শেষ করবে? আমাদের দাবি, সহজভাবে পরীক্ষা নিয়ে পরবর্তী শ্রেণিতে উন্নীত করা হোক।”



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি