নোয়াখালীতে পারিবারিক বিরোধে স্ত্রীকে গলাকেটে হত্যা, স্বামী গ্রেপ্তার
নোয়াখালীর সদর উপজেলায় মুর্শিদা বেগম (৫২) নামে এক নারীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ সকাল ৭টার দিকে কাদির হানিফ ইউনিয়নের নিত্যানন্দপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে নিহতের স্বামী মো. বাচ্চু মিয়াকে (৬৫) আটক করেছে পুলিশ।
নিহতের স্বজনদের দাবি, শনিবার গভীর রাতে পারিবারিক কলহের জের ধরে বাচ্চু মিয়া তার স্ত্রী মুর্শিদাকে গলা কেটে হত্যা করে। ঘটনার পর তিনি আলামত গোপনের চেষ্টা করছিলেন বলে ধারণা করছে পুলিশ।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি জানিয়েছেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, পারিবারিক কলহের কারণেই এ হত্যাকাণ্ড ঘটে। প্রতিবেশী আমেনা বেগম সকালে মুর্শিদার গলাকাটা লাশ দেখে ৯৯৯ এ ফোন দেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে এবং বাচ্চু মিয়াকে আটক করে।
মুর্শিদার মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পর হত্যার প্রকৃত কারণ জানা যাবে বলে জানান ওসি মীর জাহেদুল হক।