বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা টেইলর সুইফট
বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা এখন টেইলর সুইফট। কিছুদিনের মধ্যেই তিনি আনুষ্ঠানিকভাবে এই স্বীকৃতি পেতে যাচ্ছেন। বর্তমানে তার সম্পদের পরিমাণ প্রায় ১.৬ বিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ হাজার কোটি টাকা।
জীবনে একের পর এক মাইলফলক গড়ে চলেছেন সুইফট। এই নতুন মাইলফলক অর্জন করতে গিয়ে তিনি পেছনে ফেলেছেন রিহানাকে, যিনি এর আগে বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা ছিলেন। রিহানার সম্পদের পরিমাণ ছিল ১.৪ বিলিয়ন ডলার।
শিগগিরই টেইলর সুইফটের সম্পদ ১.৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে, যা তাকে সর্বকালের সবচেয়ে ধনী নারী কণ্ঠশিল্পীর খেতাব এনে দেবে। ফোর্বসের সূত্র মতে, টেইলর সুইফটের সম্পদের সবশেষ হালনাগাদ তথ্য প্রকাশ করা হলে, তিনিই ইতিহাসে সবচেয়ে সম্পদশালী নারী কণ্ঠশিল্পী হিসেবে নাম লেখাবেন।
ফোর্বসের মতে, সুইফটের মোট সম্পদের মধ্যে ৬০০ মিলিয়ন ডলার এসেছে কনসার্ট এবং গানের আয়ের মাধ্যমে, ৬০০ মিলিয়ন এসেছে তার মিউজিক লাইব্রেরি থেকে, এবং ১২৫ মিলিয়ন ডলার এসেছে রিয়েল এস্টেট ব্যবসা থেকে। এছাড়া ২০২৩ সালে স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাই থেকে তিনি ১০০ মিলিয়ন ডলার আয় করেছেন।
সম্প্রতি টেইলর সুইফট জানিয়েছেন, তিনি আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থী কমলা হ্যারিসকে সমর্থন করবেন। এই ঘোষণা দেওয়ার পর থেকে তার ফলোয়ার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ১০ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবরের মধ্যে তার স্পটিফাই ফলোয়ার সংখ্যা বেড়েছে ১.৮৫ মিলিয়ন, যা অ্যানালিটিকস ফার্ম চার্মেট্রিক প্রকাশ করেছে।
বর্তমানে স্পটিফাইতে ফলোয়ারের সংখ্যার দিক থেকে শীর্ষে আছেন ভারতীয় গায়ক অরিজিৎ সিং, যার ফলোয়ার সংখ্যা ১২৩.২৯ মিলিয়ন। তার পরেই আছেন টেইলর সুইফট, যার ফলোয়ার সংখ্যা ১২২.৫৬ মিলিয়ন। তবে ফলোয়ার বাড়লেও কিছু ফলোয়ার হারিয়েছেন তিনি। ট্রাম্প সমর্থকরা তার রাজনৈতিক অবস্থানকে না মেনে তাকে আনফলো করেছেন, যার ফলে তার ৩ শতাংশ ফলোয়ার কমেছে।
এছাড়া, বিশ্বের সবচেয়ে ধনী গায়কের তালিকায় আছেন মার্কিন শিল্পী জে-জেড, যার সম্পদ ২.৫ বিলিয়ন ডলারের বেশি।