দেশে ফিরে যাওয়ার পরিকল্পনা নেই: সাকিব
সাকিব আল হাসান তার শেষ টেস্ট ঘরের মাঠে খেলতে চান। ভারত সিরিজের সময়ই তিনি এই ইচ্ছের কথা জানিয়েছিলেন। প্রথমে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং অন্তবর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা সাকিবের দেশে ফেরার বিষয়ে নেতিবাচক অবস্থান নিলেও পরে আশার বাণী শোনা গিয়েছিল।
সরকারের পক্ষ থেকে সাকিবকে দেশে ফেরার জন্য সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার এবং হয়রানি না করার আশ্বাস দেওয়া হয়েছিল। এই অনুযায়ী সাকিব দেশে ফেরার প্রস্তুতি নিয়েছিলেন এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজ খেলার কথা ছিল।
কিন্তু হঠাৎ করেই পরিস্থিতির পরিবর্তন ঘটেছে। আজ দুবাই থেকে স্থানীয় সময় বিকেল পাঁচটার ফ্লাইটে দেশে ফেরার কথা ছিল সাকিবের, তবে বিসিবি আপাতত তাকে দেশে আসতে নিষেধ করেছে।
বৃহস্পতিবার একটি ‘জুম মিটিং’ করে বিসিবি। ওই মিটিংয়ে সাকিবকে দেশে ফিরতে নিষেধ করা হয়। বিসিবির পরামর্শ অনুযায়ী সাকিব তার ফ্লাইটও বাতিল করেছেন।
কিন্তু তাহলে কি সাকিব আর দেশে ফিরবেন না? খেলবেন না ক্যারিয়ারের শেষ টেস্ট? ঘরের মাঠের দর্শকদের সামনে সাকিবের বিদায় নেওয়ার স্বপ্ন কি শুধুই স্বপ্ন হয়ে থাকবে? পরিস্থিতি বেশ জটিল মনে হচ্ছে।
মিরপুর শেরে বাংলায় সাকিবের বিরুদ্ধে স্লোগান-ফেস্টুনে উত্তাল হয়ে উঠেছে। এই অবস্থায় সাকিব নিজের দেশে ফেরার ভবিষ্যত নিয়ে শঙ্কিত।
ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকইনফো’কে সাকিব জানিয়েছেন সেই অনিশ্চয়তার কথা। তিনি বলেন, “পরবর্তী সময়ে কোথায় যাব, জানি না। তবে এটা প্রায় নিশ্চিত যে আমি দেশে ফিরছি না।”
সাকিবের এই বক্তব্য থেকে পরিষ্কার যে, তিনি হয়তো বাংলাদেশে সহসাই ফিরবেন না। যুক্তরাষ্ট্রে তার পরিবার রয়েছে এবং সেখানেই তিনি স্থায়ী হয়ে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না।