মঙ্গলবার,১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » সরকারি টাকায় ফ্রি হজযাত্রা বন্ধ হচ্ছে: উপদেষ্টা খালিদ হোসেন


সরকারি টাকায় ফ্রি হজযাত্রা বন্ধ হচ্ছে: উপদেষ্টা খালিদ হোসেন


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.১১.২০২৪

সরকারি টাকায় ফ্রি হজযাত্রা সরকারি টাকায় ফ্রি হজযাত্রা বন্ধ হচ্ছে: উপদেষ্টা খালিদ হোসেন

ডেস্ক রিপোর্ট:

ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানিয়েছেন, সরকারি টাকায় ফ্রি হজযাত্রা বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছে। রোববার সকালে আশুলিয়ার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ২ দিনব্যাপী সুন্নাহ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ধর্ম উপদেষ্টা জানান, পূর্বে অনেক কর্মকর্তা সরকারি অর্থে বিনামূল্যে হজযাত্রা করেছেন, কিন্তু এবার থেকে তা বন্ধের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। তিনি আরও বলেন, দেশের প্রতিটি নাগরিককে যার যার ধর্ম পালনে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের। বিভেদ কমিয়ে পারস্পরিক সম্মান ও সম্প্রীতির পরিবেশ সৃষ্টি করে এগিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

তিনি আরও উল্লেখ করেন যে, বাংলাদেশের অন্যান্য ধর্মাবলম্বীরা নিরাপদে আছেন এবং তাদের রাজনৈতিক ও সামাজিক অধিকার নিশ্চিত করা হয়েছে। ধর্ম নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই ২ দিনব্যাপী সম্মেলনে কুরআন ও হাদিসের পারস্পরিক সম্পর্ক, সুন্নাহর প্রমাণিকতার বিভিন্ন দিক, শরিয়তের উৎস হিসেবে সুন্নাহর ভূমিকা প্রভৃতি বিষয়ে আলোচনা করা হয়।

সম্মেলনের সভাপতিত্ব করেন অর্গানাইজিং কমিটির চেয়ারম্যান ড. মোহাম্মদ মনজুরে এলাহী। এতে বিশেষ অতিথি ছিলেন ফিলিস্তিনের ডেপুটি হেড অব মিশন জিয়াদ হামাদ, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শামছুল আলম এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম লুৎফর রহমান ও উপ-উপাচার্য প্রফেসর ড. এসএম মাহাবুব-উল-হক মজুমদার।

সম্মেলনে সারা দেশ থেকে দুই শতাধিক নিবন্ধিত অংশগ্রহণকারী বিভিন্ন সেশনে অংশগ্রহণ করেছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি