মঙ্গলবার,১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


এবার প্রতিপক্ষের জালে বার্সেলোনার ৫ গোল


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.১১.২০২৪

এবার প্রতিপক্ষের জালেএবার প্রতিপক্ষের জালে বার্সেলোনার ৫ গোল

ডেস্ক রিপোর্ট:

বার্সেলোনার বিপক্ষে মাঠে নামার আগে প্রতিপক্ষ দলকে যেন এক হালি বা তার কম-বেশি গোল হজমের মানসিক প্রস্তুতি নিয়েই নামতে হচ্ছে। সব ধরনের প্রতিযোগিতায় শেষ ৭ ম্যাচে ২৯ গোল করেছে বার্সেলোনা। এর মধ্যে তিনবার ৫টি করে গোল করেছে, এবং একাধিকবার ৩ ও ৪টি গোল করেছে। এমনকি বায়ার্ন মিউনিখ ও রিয়াল মাদ্রিদের মতো শক্তিশালী ক্লাবের বিপক্ষেও ৪টি করে গোল দিয়েছে বার্সা।

সর্বশেষ বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে রেড স্টার বেলগ্রেডকে ৫-২ গোলে হারিয়েছে বার্সা। এই জয়ে বার্সেলোনা এখন ৪ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের পয়েন্ট তালিকায় ষষ্ঠ স্থানে উঠে এসেছে।

এওয়ে ম্যাচে গোল উৎসবের শুরু হয় ১৩ মিনিটে। ইনিগো মার্টিনেজের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় বার্সেলোনা। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনহার ফ্রি-কিক থেকে দুর্দান্ত হেডে গোল করেন মার্টিনেজ।

এরপর, ২৭ মিনিটে রেড স্টার সমতায় ফেরে। তাদের হয়ে গোল করেন সিলাস কোতোম্পা এমভুম্পা।

বার্সেলোনার হয়ে জোড়া গোল করেন রবার্ট লেওয়ানডস্কি। ৪৩ এবং ৫৩ মিনিটে তার দুইটি গোলের পর বার্সা এগিয়ে যায় ৩-১ ব্যবধানে।

লেওয়ানডস্কির দ্বিতীয় গোলের দুই মিনিট পরই রাফিনহা আবারও রেড স্টারের জালে বল পাঠান, ফলে ব্যবধান দাঁড়ায় ৪-১। ৭৬ মিনিটে বার্সার হয়ে পঞ্চম গোলটি করেন ফারমিন লোপেজ।

৮৪ মিনিটে রেড স্টারের হয়ে দ্বিতীয় গোলটি করেন ফেলিসিও মিলসন, ফলে স্কোরলাইন হয় ৫-২।

এই মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত সবচেয়ে আক্রমণাত্মক খেলছে বার্সেলোনা। তারা ৪ ম্যাচে মোট ১৫টি গোল করেছে, যেখানে রাফিনহা এবং লেওয়ানডস্কি ৫টি করে গোল করে টুর্নামেন্টের শীর্ষ গোলদাতার তালিকায় আছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি