মঙ্গলবার,১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


টিকটকের সকল কার্যালয় বন্ধের নির্দেশ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.১১.২০২৪

টিকটকের সকল কার্যালয়টিকটকের সকল কার্যালয় বন্ধের নির্দেশ

ডেস্ক রিপোর্ট:

সময়ের সঙ্গে বেড়েই চলেছে ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকের জনপ্রিয়তা। তবে অনেকেই এর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন। এবার জাতীয় নিরাপত্তার স্বার্থে কানাডায় টিকটকের কার্যালয় বন্ধ করার নির্দেশ দেয়া হচ্ছে। তবে কানাডার নাগরিকেরা টিকটক অ্যাপটি ব্যবহার করতে এবং এতে কনটেন্ট পোস্ট করতে পারবে।

ভ্যারাইটির প্রতিবেদন অনুযায়ী, কানাডার উদ্ভাবন, বিজ্ঞান ও শিল্পমন্ত্রী ফ্রাঁসোয়া-ফিলিপ শ্যামপেইন বলেছেন, টিকটকের মূল কোম্পানি বাইটড্যান্সের কার্যক্রম সম্পর্কিত কিছু জাতীয় নিরাপত্তার ঝুঁকি মোকাবেলা করতে সরকারের পক্ষ থেকে এ পদক্ষেপ নেয়া হচ্ছে। চীনভিত্তিক বাইটড্যান্স কোম্পানির মালিকানাধীন হওয়ায় টিকটকের ওপর নজরদারি রয়েছে। তবে কানাডায় টিকটক ব্যবহারের ওপর কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে না, কারণ সোশ্যাল মিডিয়া অ্যাপ ব্যবহারের সিদ্ধান্তটি ব্যক্তিগত পছন্দ।

শ্যামপেইন আরও বলেন, এই সিদ্ধান্তটি একটি আইনের অধীনে নেয়া হয়েছে, যা বিদেশি বিনিয়োগগুলোর পর্যালোচনা করার অনুমতি দেয়। কানাডা সেসব কোম্পানি পর্যালোচনা করে যারা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হতে পারে।

অন্যদিকে, টিকটকের মুখপাত্র জানিয়েছে, তারা এই সিদ্ধান্তকে আদালতে চ্যালেঞ্জ করবে। কানাডার অফিস বন্ধ করা এবং শত শত কর্মসংস্থান ধ্বংস করা কারো জন্যই লাভজনক হবে না।

কেবল কানাডা নয়, বাইটড্যান্সের মালিকানাধীন টিকটককে যুক্তরাষ্ট্রেও নিষিদ্ধ করার চেষ্টা চলছে। ইতোমধ্যে, এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে কোম্পানি ফেডারেল আপিল কোর্টে লড়াই করছে। তারা দাবি করছে, এটি বাক স্বাধীনতার অধিকার লঙ্ঘন করে। যুক্তরাষ্ট্রের সরকার অভিযোগ করেছে, টিকটক বেইজিংকে ব্যবহারকারীদের ডেটা সংগ্রহ করতে এবং তাদের ওপর নজরদারি চালাতে অনুমতি দেয়, এমনকি এই অ্যাপটি গুজব ছড়ানোর জন্যও ব্যবহার হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি