খেলাপি ঋণ নতুন উচ্চতায়, দুই লাখ ৮৫ হাজার কোটি টাকা ছাড়ালো
দেশের ব্যাংকিং খাত অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে দিন দিন খেলাপি ঋণের বোঝায় ভারাক্রান্ত হয়ে পড়ছে। এই খেলাপি ঋণ, যা ব্যাংকের জন্য একপ্রকার বিষফোঁড়া হয়ে দাঁড়িয়েছে, ধারাবাহিকভাবে বেড়েই চলেছে। সাম্প্রতিক তথ্য অনুযায়ী, বর্তমানে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে দুই লাখ ৮৫ হাজার কোটি টাকায়, যা মোট বিতরণ করা ঋণের প্রায় ১৭ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই চিত্র প্রকাশিত হয়েছে।
খাত সংশ্লিষ্টরা জানান, এই প্রথমবারের মতো খেলাপি ঋণ দুই লাখ ৮৪ হাজার ৯০০ কোটি টাকা অতিক্রম করেছে। যা গত ১৬ বছরের ব্যাংকিং খাতের অনিয়ম ও কেলেঙ্কারির এক বিব্রতকর অবস্থার ইঙ্গিত দেয়। পাশাপাশি, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চাপে ব্যাংকগুলো আসল তথ্য প্রকাশ করতে বাধ্য হওয়ায় বাস্তব অবস্থা সামনে আসছে। এতদিন স্বার্থান্বেষী মহলের কারসাজিতে খেলাপি ঋণের প্রকৃত তথ্য চাপা ছিল। ধারণা করা হচ্ছে, অক্টোবর-ডিসেম্বর সময়ে খেলাপি ঋণ আরও বাড়তে পারে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বর প্রান্তিকে মোট বিতরণ করা ঋণের পরিমাণ ছিল ১৬ লাখ ৮২ হাজার ৮২১ কোটি টাকা। এর মধ্যে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ২ লাখ ৮৪ হাজার ৯৭৭ কোটি টাকা, যা মোট বিতরণের ১৬.৯৩ শতাংশ।
এটি গত ১৬ বছরের মধ্যে বিতরণ করা ঋণ এবং খেলাপি ঋণের সর্বোচ্চ অনুপাত। জুন প্রান্তিকে খেলাপি ঋণের পরিমাণ ছিল ২ লাখ ১১ হাজার ৩৯১ কোটি টাকা, যা থেকে তিন মাসে এই ঋণ বেড়েছে ৭৩ হাজার ৫৮৬ কোটি টাকা।
২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার সময় ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল ২২ হাজার ৪৮০ কোটি টাকা। এরপর গত ১৫ বছরে অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে ব্যাংকিং খাতে বিভিন্ন ধরনের কেলেঙ্কারি বৃদ্ধি পায় এবং খেলাপি ঋণের পরিমাণও ধীরে ধীরে বেড়েছে।
সেপ্টেম্বর প্রান্তিক শেষে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর খেলাপি ঋণের পরিমাণ ১ লাখ ২৬ হাজার ১১১ কোটি টাকা, যা তাদের মোট বিতরণ করা ঋণের ৪০.৩৫ শতাংশ। বেসরকারি ব্যাংকগুলোতে এই ঋণের পরিমাণ ১ লাখ ৪৯ হাজার ৮০৬ কোটি টাকা, যা মোট বিতরণের ১১.৮৮ শতাংশ। বিদেশি ব্যাংকগুলোর খেলাপি ঋণ ৩ হাজার ২৪৫ কোটি টাকা বা ৪.৯৯ শতাংশ, এবং বিশেষায়িত ব্যাংকগুলোর ক্ষেত্রে এটি ৫ হাজার ৮১৩ কোটি টাকা।