বৃহস্পতিবার,১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


মঙ্গল গ্রহকে “নিউ ওয়ার্ল্ড” হিসেবে নতুন নামকরণের প্রস্তাব ইলন মাস্কের


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.১২.২০২৪

মঙ্গল গ্রহকে "নিউ ওয়ার্ল্ড" হিসেবে মঙ্গল গ্রহকে “নিউ ওয়ার্ল্ড” হিসেবে নতুন নামকরণের প্রস্তাব ইলন মাস্কের

ডেস্ক রিপোর্ট:

মঙ্গল গ্রহকে “নিউ ওয়ার্ল্ড” হিসেবে নামকরণের প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। ভবিষ্যতে মানবজাতিকে রক্ষার জন্য মঙ্গল গ্রহে স্বয়ংসম্পূর্ণ, দীর্ঘমেয়াদি মানববসতি স্থাপনের গুরুত্ব তুলে ধরে তিনি গ্রহটির এই নামকরণের প্রস্তাব দেন।

এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে, মঙ্গল গ্রহে চলমান কিউরিওসিটি রোভারের ছবি প্রকাশ করেছেন ইলন মাস্ক। ছবিতে দেখা যাচ্ছে, কিউরিওসিটি রোভার মঙ্গল গ্রহের “গেল ক্রেটার” নামক খাদে অবস্থান করছে। পোস্টে ইলন মাস্ক লিখেছেন, “মঙ্গল গ্রহকে নতুন বিশ্ব বলা হবে, যেমনটি গত শতাব্দীতে আমেরিকাকে ‘নতুন পৃথিবী’ বলা হয়েছিল। এটি একটি বড় আকারের অনুপ্রেরণামূলক অ্যাডভেঞ্চার।”

এছাড়াও, এটি উল্লেখযোগ্য যে, অভিযাত্রী ক্রিস্টোফার কলম্বাস ১৪৯২ সালে আমেরিকা মহাদেশে প্রথম পা রাখার পর থেকে যুক্তরাষ্ট্রকে ‘নতুন পৃথিবী’ বা ‘নিউ ওয়ার্ল্ড’ নামে ডাকা শুরু হয়। এরপর কয়েক শতাব্দী ধরে আমেরিকাকে ‘নতুন পৃথিবী’ নামেই অভিহিত করা হতো।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি