বৃহস্পতিবার,১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


কুমিল্লার চৌদ্দগ্রামে বিদেশী পিস্তল ও গুলিসহ যুবক আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০১.২০২৫

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদেশী পিস্তল

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদেশী পিস্তল ও গুলিসহ যুবক আটক

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদেশী পিস্তল ও গুলিসহ এক যুবককে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

১১ জানুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম উপজেলার চান্দুল এলাকায় অভিযান পরিচালনা করে শাহ নেওয়াজ (২৫) নামের এক যুবককে আটক করেছে র‌্যাব-১১। এ সময় তার কাছ থেকে ১ টি বিদেশী পিস্তল, ২ টি ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলি জব্দ করা হয়।

আটককৃত যুবক কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার গাজীপাড়া গ্রামের আব্দুল আমিনের ছেলে।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, আটককৃত যুবক দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থানে অবৈধভাবে অস্ত্র প্রদর্শন করে সন্ত্রাসী কার্যক্রমসহ বিভিন্ন ধর্তব্য অপরাধ সংগঠিত করে আসছিল। উক্ত বিষয়ে চৌদ্দগ্রাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি