সিলেটে মিজানুর রহমান আজহারীর মাহফিল ঘিরে অর্ধশতাধিক জিডি, আটক ১০
সিলেটের এমসি কলেজ মাঠে ড. মিজানুর রহমান আজহারীর ওয়াজ মাহফিলে অংশ নিতে এসে মোবাইল ফোন ও স্বর্ণ হারানোর ঘটনা ঘটেছে। সোমবার (১৩ জানুয়ারি) দুপুর পর্যন্ত থানায় ৭৪টি সাধারণ ডায়েরি (জিডি) ও দুটি মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় ১০ জনকে আটক করা হয়েছে।
জানা গেছে, গত বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার এমসি কলেজ মাঠে তিন দিনব্যাপী ওয়াজ মাহফিলের আয়োজন করে ‘আঞ্জুমানে খেদমতে কোরআন’ নামের একটি সংগঠন। মাহফিলের শেষ দিন (শনিবার) মাওলানা মিজানুর রহমান আজহারী সমাপনী বক্তব্য দেন।
মাহফিলের তিন দিনই মোবাইল চুরির ঘটনা ঘটলেও, শেষদিনে মিজানুর রহমান আজহারীর ওয়াজের সময় ব্যাপক লোকসমাগমের কারণে চুরির ঘটনা অনেক বেশি ঘটে। শেষদিনে শতাধিক ব্যক্তি মোবাইল চুরির অভিযোগ করেছেন।
এ বিষয়ে সিলেট মহানগর অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, মাহফিলের শেষ দিনেই ফোন চুরির অভিযোগ সবচেয়ে বেশি এসেছে। এসব অভিযোগের ভিত্তিতে এখন পর্যন্ত ৭৪টি জিডি ও দুটি চুরির মামলা দায়ের করা হয়েছে। আরও অনেকে জিডি করার জন্য আসছেন।
তিনি আরও জানান, চুরির ঘটনায় ১০ জনকে আটক করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে।