“সন্দেহের ছায়া”: জয়া আহসানের ৭টি নজরকাড়া ছবি!
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান, যিনি দর্শক-ভক্তমহলে সবসময়ই গ্রহণযোগ্যতার শীর্ষে রয়েছেন। তার কাজ কিংবা ব্যক্তিজীবন নিয়ে ভক্তদের আগ্রহ বরাবরই চোখে পড়ার মতো। জয়ার ফেসবুক পোস্ট কিংবা তার অভিনয় প্রমাণ করে, তিনি প্রতিনিয়ত ভক্ত-অনুরাগীদের নতুন কিছু উপহার দেওয়ার জন্য সদা প্রস্তুত।
সম্প্রতি নুহাশ হুমায়ূনের ওয়েব সিরিজ ‘২ষ’-এর ‘বেসুরা’ পর্বে প্রথমবারের মতো ডাইনির চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন জয়া আহসান। এই চরিত্রে তার অভিনয় ভক্তদের মধ্যে সাড়া ফেলেছে।
এবার আবারও তিনি আলোচনায় উঠে এসেছেন নতুন ৭টি ছবি দিয়ে। নিজের ফেসবুকে পিঠখোলা গাউনে তোলা ছবি পোস্ট করেছেন জয়া। ছবিগুলো প্রকাশের এক ঘণ্টার মধ্যেই প্রায় ৬ হাজার রিঅ্যাকশন পড়েছে, আর মন্তব্যের ঘর ভরে গেছে বিভিন্ন মতামতে। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘সন্দেহের ছায়া’।
জয়া আহসান তার এই ছবিগুলোতে ভারী গহনা বা অতিরিক্ত মেকআপ পরিহার করেছেন। খুবই সাধারণ, কিন্তু মোহনীয় লুকে ভক্তদের সামনে হাজির হয়েছেন। তার এই স্নিগ্ধ ও আকর্ষণীয় রূপ ভক্তদের মন জয় করে নিয়েছে খুব সহজেই, যা ইতিবাচক মন্তব্যের মাধ্যমে স্পষ্ট।