শনিবার,৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » রাজনীতি » শেখ হাসিনার সময় ঢাবি ফ্যাসিবাদের প্রাণকেন্দ্রে পরিণত হয়েছিল: রুহুল কবির রিজভী


শেখ হাসিনার সময় ঢাবি ফ্যাসিবাদের প্রাণকেন্দ্রে পরিণত হয়েছিল: রুহুল কবির রিজভী


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০১.২০২৫

শেখ হাসিনার সময় ঢাবি ফ্যাসিবাদের শেখ হাসিনার সময় ঢাবি ফ্যাসিবাদের প্রাণকেন্দ্রে পরিণত হয়েছিল: রুহুল কবির রিজভী

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, “শেখ হাসিনার শাসনামলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল ফ্যাসিবাদের প্রাণকেন্দ্র।” সোমবার (২০ জানুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মলচত্বরে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে ‘জিয়াউর রহমান ফাউন্ডেশন’ কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

রিজভী বলেন, “আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত প্রাঙ্গণে দাঁড়িয়ে কথা বলছি, এর আনন্দ এবং উচ্ছ্বাসের ভাষা তো দিয়ে বোঝানো সম্ভব নয়। আমি যখন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আসতাম, তখন কত বক্তৃতা, রাজনৈতিক বিতর্ক, আলোচনা আমরা মধুর ক্যান্টিন থেকে করতাম। সেই আনন্দের দিন যেন হারিয়ে গিয়েছিল।”

তিনি আরও বলেন, “আমরা কখনো কখনো বিশ্ববিদ্যালয়ের ভিতর দিয়ে যাওয়ার সাহস পেতাম না। মাঝে মাঝে যদি যেতামও, গাড়ির জানালাটা নামিয়ে দিতাম যাতে কেউ না দেখে। শেখ হাসিনার শাসনামলে ১৬ বছর ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল চরম ফ্যাসিবাদের প্রাণকেন্দ্র। তারা চারিদিক থেকে পরিবেশকে বিপন্ন করে ফেলেছিল।”

ছাত্র রাজনীতির ইতিহাস উল্লেখ করে রিজভী বলেন, “বিশ্ববিদ্যালয়গুলোতে যখন এক নায়কের শাসন ছিল, তখনো সেখানে কর্পোরেট স্বায়ত্তশাসন বজায় ছিল এবং আন্দোলন চলছিল। কিন্তু হাসিনা এসব কিছু ধ্বংস করে দিয়েছে।”

রুহুল কবির রিজভী আরও বলেন, “যারা দেশের টাকা পাচার করেছে এবং অর্থনীতিকে হুন্ডির চক্রে আবদ্ধ করে রেখেছিল, তাদের যেন ফের উত্থান না ঘটে। গণতান্ত্রিক দৃষ্টিকোণ থেকে একে অপরের প্রতি আলোচনা-সমালোচনার বিষয় থাকা সত্ত্বেও আমাদের মধ্যে একটি ন্যূনতম ঐক্য থাকতে হবে। যদি ঐক্য না থাকে, তবে ফ্যাসিবাদের পুনরুত্থান হওয়া অস্বাভাবিক হবে না। আপনি জানেন, পাশের একটি দেশ ফ্যাসিবাদের কেন্দ্র হয়ে উঠেছে। দিল্লি এখন ফ্যাসিবাদের কেন্দ্রীয় কার্যালয়ে পরিণত হয়েছে। তাই, ফ্যাসিবাদীরা বসে নেই। তারা নানা কৌশলে ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্র আমাদের সম্মিলিতভাবে মোকাবেলা করতে হবে। গণতান্ত্রিক শক্তির সবাইকে ঐক্যবদ্ধ থেকে এই বিষয়ে নজর রাখতে হবে।”

কর্মসূচিতে সভাপতিত্ব করেন অধ্যাপক ড. ফরহাদ হালিম ডোনার। এতে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোরশেদ হাসান খান, প্রক্টর সাইফুদ্দিন আহমদ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক লুৎফর রহমান প্রমুখ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি