শনিবার,৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


ইজতেমার প্রথম পর্বে ৬ মুসল্লির মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০২.২০২৫

ইজতেমার প্রথম পর্বেইজতেমার প্রথম পর্বে ৬ মুসল্লির মৃত্যু

ডেস্ক রিপোর্ট:

তুরাগ তীরে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমায় অংশগ্রহণকারী আরও একজন মুসল্লির মৃত্যু হয়েছে। রোববার আখেরি মোনাজাত শুরু হওয়ার কিছুক্ষণ আগে তিনি মারা যান। চলতি বছরের ইজতেমার প্রথম পর্বে এ পর্যন্ত ছয়জন মুসল্লির মৃত্যু হয়েছে।

মৃত ব্যক্তির নাম হাজী আব্দুর গফুর (৭৫)। তিনি ভোলার চরফ্যাশন উপজেলার বাসিন্দা। আখেরি মোনাজাত শেষে তার জানাজা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

এদিকে, ইজতেমার প্রথম পর্ব সফলভাবে সম্পন্ন হয়েছে। সকাল ৯টা ১১ মিনিটে প্রথম পর্বের আখেরি মোনাজাত শুরু হয়ে ৯টা ৩৬ মিনিটে শেষ হয়। মাওলানা জুবায়ের আহমেদের নেতৃত্বে এ মোনাজাত পরিচালিত হয়। মোনাজাতে মুসল্লিরা মহান আল্লাহর দরবারে অশ্রুভেজা চোখে ক্ষমা প্রার্থনা করেন। এছাড়াও মুসলিম উম্মাহ ও দেশ-জাতির কল্যাণ কামনা করা হয়।

আখেরি মোনাজাতের আগে সকাল ৬টা থেকে ঢাকার ৩০০ ফিট, ধওর ব্রিজ এবং ভোগড়া বাইপাস মোড় থেকে ইজতেমাগামী সব যানবাহনের চলাচল বন্ধ ছিল। মোনাজাত শেষে মুসল্লিরা ধীরে ধীরে ময়দান ত্যাগ করছেন। মুসল্লিদের ময়দান ত্যাগের পর এসব সড়ক পুনরায় যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি