বুধবার,১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ


কুবি ছাত্রলীগের সাবেক আহ্বায়ককে মারধর করে পুলিশে সোপর্দ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০২.২০২৫

কুবি ছাত্রলীগের সাবেক আহ্বায়ককেকুবি ছাত্রলীগের সাবেক আহ্বায়ককে মারধর করে পুলিশে সোপর্দ

হাবিবুর রহমান মুন্না:

 

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রলীগের প্রথম আহ্বায়ক মাহমুদুর রহমান মাসুমকে আটক করে মারধর করে এক দল ছাত্র-জনতা।

পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ১০টার দিকে কুমিল্লার ভিক্টোরিয়া কলেজের পাশে এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, মাহমুদুর রহমান মাসুম ২৯ জুলাই বিশ্ববিদ্যালয়-সংলগ্ন আনসার ক্যাম্প এলাকায় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত। এ ছাড়া তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে

তবে কোতয়ালী মডেল থানার ওসি মাইনুল ইসলাম বলেন, ছাত্ররা তাকে মারধর করে থানা এনে দিয়ে দেয়। তার বিরুদ্ধে মামলা রয়েছে। তাই তাকে আটক দেওয়া হয়েছে।

বর্তমানে মাহমুদুর রহমান মাসুম কুমিল্লা দক্ষিণ জেলা সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি