ইসরায়েলকে লক্ষ্য করে দুই দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুঁড়েছে ইরান। গতকাল ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনাকে মূল লক্ষ্যবস্তু করে দেশটির ওপর একাধিক হামলা হামলা চালিয়েছে ইসরায়েল। তার জবাবে ইরান ইসরায়েলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ-এর মুখপাত্র এভিসাই আদরাই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, বেশিরভাগ ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস অথবা লক্ষ্যভ্রষ্ট করা হয়েছে।
তবে কিছু ক্ষেপণাস্ত্র কয়েকটি ভবনে আঘাত করেছে। আবার কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন পর্যন্ত ৩ জনের মৃত্যুর খবর এবং ৭৭ জন আহত হয়েছেন। যেসব ভবন মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলোতে উদ্ধারকাজ চলছে বলে জানিয়েছেন তিনি।
এখন প্রশ্ন, কী ধরনের ড্রোন দিয়ে ইসরায়েছে হামলা চালিয়েছে ইরান। ‘ইরান ফ্রন্ট পেজ’-এর প্রতিবেদনে বলা হয়েছে, ‘আরাশ’ আত্মঘাতী ড্রোন দিয়ে হামলা নিশ্চিত করেছে তেহরান।
ইরান ফ্রন্ট পেজ-এর প্রতিবেদনে আরো বলা হয়েছে, ইরানের উৎক্ষেপণ করা একাধিক ‘আরাশ’ আত্মঘাতী ড্রোন ইসরায়েল অধিকৃত অঞ্চলের নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে বলে ইরানের সামরিক সূত্র নিশ্চিত করেছে। ইসরায়েলের আগ্রাসনের জবাবে এই ড্রোন হামলা চালানো হয়।
এতে আরো বলা হয়, বিভিন্ন ধরনের আরাশ ড্রোন সফলভাবে ইসরায়েলি ভূখণ্ডের নির্ধারিত লক্ষ্যে পৌঁছে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটিয়েছে।
‘আরাশ’ ড্রোন ইরানে নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি মানববিহীন বিমান (ইউএভি), যার আনুমানিক পাল্লা প্রায় ২ হাজার কিলোমিটার। এর নকশায় একটি নলাকার দেহ, উল্লম্ব লেজ ও পেছনের অংশে দুটি পাখা রয়েছে। এই ড্রোনে পিস্টন ইঞ্জিন ব্যবহার করা হয় এবং এটি দীর্ঘপাল্লার কামিকাজে (আত্মঘাতী) মিশনের জন্য তৈরি। বিশেষভাবে উল্লেখযোগ্য, ‘আরাশ’ ড্রোন জেট-সহায়ক উড্ডয়ন প্রযুক্তি (জেএটিও) ব্যবহার করে, ফলে এটি রানওয়ে ছাড়াই যেকোনো মোবাইল প্ল্যাটফর্ম থেকে উৎক্ষেপণ করা সম্ভব।
এর ফলে বিভিন্ন ভৌগলিক অবস্থান ও যুদ্ধক্ষেত্রে এর ব্যবহারযোগ্যতা ও কৌশলগত নমনীয়তা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
এই হামলার মধ্য দিয়ে ইরান স্পষ্ট বার্তা দিল যে, ইসরায়েলের আগ্রাসনের জবাব দিতে তাদের ড্রোন প্রযুক্তি পুরোপুরি প্রস্তুত এবং কার্যকর। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে এবং এর ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিরতা বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
সূত্র : ইরান ফ্রন্ট পেজ