
কুমিল্লা সদর উপজেলার কোতয়ালী সীমান্তে হুন্ডির মাধ্যমে ভারতে পাচারকালে নগদ ২৮ লক্ষ টাকা সহ একজন পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তির কাছ থেকে উদ্ধার করা হয়েছে আরও দুটি মোবাইল ফোন।
বিজিবি’র কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধীন বিবিরবাজার বিওপি’র আওতাধীন কটকবাজার পোস্টের একটি বিশেষ টহল দল গতকাল ১৩ জুন ২০২৫, শুক্রবার সন্ধ্যা ৬টা নাগাদ সীমান্ত এলাকার বিষ্ণপুর নামক স্থানে এ অভিযান পরিচালনা করে।
আটককৃত ব্যক্তির নাম ফোরকান উদ্দিন (৩৫), পিতা–বাবুল মিয়া, গ্রাম–তেতাভূমি, পোস্ট–হরিমঙ্গল, থানা–ব্রাহ্মণপাড়া, জেলা–কুমিল্লা। বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত শূন্য রেখা থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় ফোরকানকে আটক করা হয়। পরে তার দেহ ও সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে উদ্ধার করা হয় ২৮,০০,০০০/- (আটাশ লক্ষ) নগদ টাকা এবং দুটি মোবাইল ফোন।
বিজিবি জানায়, আটক ব্যক্তি এ অর্থ হুন্ডির মাধ্যমে ভারতে পাচারের চেষ্টা করছিল। জব্দকৃত অর্থ ও মালামালের মোট মূল্য ২৮,৩০,০০০/- (আটাশ লক্ষ ত্রিশ হাজার) টাকা।
আটক ফোরকান উদ্দিনকে নগদ টাকা ও জব্দকৃত আলামতসহ কুমিল্লা কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
বিজিবি কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত এলাকায় দেশের সার্বভৌমত্ব রক্ষা ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবি নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। চোরাচালান ও হুন্ডি প্রতিরোধে বিজিবির অভিযান চলমান থাকবে।

















































