সোমবার,১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ


কুমিল্লা সদরে এবি পার্টির মনোনয়ন পেলেন মিয়া মোহাম্মদ তৌফিক


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.১০.২০২৫


স্টাফ রিপোর্টার:

আমার বাংলাদেশ পার্টি প্রাথমিকভাবে ও প্রথম পর্যায়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১০৮জন প্রার্থীর তালিকা প্রকাশ করেছে। কুমিল্লা-৬ (সদর) সংসদীয় আসনে মিয়া মোহাম্মদ তৌফিককে মনোনয়ন দেয়া হয়েছে।

মনোনয়ন পেয়ে মিয়া মোহাম্মদ তৌফিক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জানান, পরিচিত অপরিচিত সকলের কাছে আমি দোয়া ও সহযোগিতা চাই। স্কুল লাইফ থেকেই ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম। তারুণ্য নির্ভর ও পরিবর্তনের রাজনীতি হচ্ছে এবি পার্টির রাজনীতি। দীর্ঘদিন ধরে গদবাধা আর পরিবারতন্ত্রের রাজনীতি দেখে আসছি।কোন নতুনত্ব জাতি দেখেনি।আমার সংসদীয় আসনে কোন উন্নয়নের ছোঁয়া লাগেনি। আমি আপনাদের সন্তান।

ধান্দাবাজির রাজনীতি আমি বুঝি না। লুটপাটের রাজনীতি আমি বুঝি না। পরিবর্তনের জন্য শুধু আপনার সহযোগিতা আমার প্রয়োজন। আপনার একটা লেখা, একটা কমেন্ট, একটা শেয়ার আমার জন্য পাথেয় হয়ে থাকবে। অনেক বড় বড় নেতা তো দেখেছেন। অনেক বড় বড় আশার বানী হয়তো শুনেছেন। প্রিয় ভাই বোনেরা, আমি কোন অযৌক্তিক স্বপ্ন হয়তো দেখাতে পারবো।তবে একটা সুন্দর, বাসযোগ্য শহরে নির্বিঘ্নে বসবাস করার জন্য আপনাদের সবাইকে কাজ করবো ইনশাআল্লাহ। দীর্ঘদিনের জঞ্জাল মুক্ত শহর প্রতিষ্ঠার জন্য আপনাদের ভূমিকা খুবই প্রয়োজন। আসুন বাসযোগ্য শহর প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হই।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি