মঙ্গলবার,১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ


সহপাঠীকে মারধর করায় কুবি শিক্ষার্থী আজীবন হল থেকে বহিষ্কার


পূর্বাশা বিডি ২৪.কম :
৩১.১০.২০২৫

কুবি প্রতিনিধি:

সহপাঠীকে শারীরিকভাবে আঘাত করার ঘটনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের আবাসিক শিক্ষার্থী এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২৩–২৪ সেশনের শিক্ষার্থী আকরাম হোসেনকে আজীবন হল থেকে বহিষ্কার করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতোমধ্যেই তার বিরুদ্ধে এ শাস্তিমূলক সিদ্ধান্ত কার্যকর করেছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সম্প্রতি তুচ্ছ একটি বিষয় নিয়ে আকরাম চৌধুরী তার সহপাঠী শাহপরান হোসাইনকে মারধর করেন। ঘটনাটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে স্থাপিত সিসি ক্যামেরায় ধরা পড়ে। পরবর্তীতে আহত শাহপরান বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে গঠিত তদন্ত কমিটি ঘটনার সত্যতা নিশ্চিত করে শৃঙ্খলা বোর্ডে প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনের আলোচনার পর শৃঙ্খলা বোর্ড আকরাম চৌধুরীকে আজীবন হল থেকে বহিষ্কার এবং বিশ্ববিদ্যালয় ও বিভাগের কোনো সংগঠনে সদস্য না করার সুপারিশ করে। পাশাপাশি, অভিযুক্ত দুই শিক্ষার্থীকে ভবিষ্যতে বিশ্ববিদ্যালয় বা বিভাগের কোনো ক্রীড়া কার্যক্রমে অংশগ্রহণ থেকে বিরত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

এছাড়া আগামী সাত কার্যদিবসের মধ্যে উভয় শিক্ষার্থীকে অভিভাবকের উপস্থিতিতে বিভাগীয় প্রধানের তত্ত্বাবধানে মুচলেকা দিতে হবে। মুচলেকায় উল্লেখ থাকবে যে, আকরাম চৌধুরী পুনরায় এমন ঘটনায় জড়ালে তাকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে। অন্যদিকে, শাহপরান হোসাইন যদি কাউকে প্ররোচিত করেন, তবে তাকে এক বছরের জন্য বহিষ্কার করা হবে।

এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আব্দুল হাকিম বলেন, “আকরাম চৌধুরী প্রশাসনিক ভবনের সামনে শাহপরানকে মারধর করেন। তদন্তে দেখা গেছে, শাহপরানের প্ররোচনায় আকরাম এমন কাজ করেছেন। শৃঙ্খলা কমিটি অভিযোগের গুরুত্ব বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছে।” তিনি আরও জানান, “দুইজন শিক্ষার্থীকে সাত দিনের মধ্যে মুচলেকা জমা দিতে হবে।”

উপসংহার:
বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই সিদ্ধান্ত শিক্ষাঙ্গনে শৃঙ্খলা রক্ষার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। এমন পদক্ষেপ ভবিষ্যতে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টি করবে এবং সহপাঠীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে উৎসাহিত করবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি