বৃহস্পতিবার,১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ


মৃত্যুবরণ করলেন ছাত্র আন্দোলনে মাথায় গুলিবিদ্ধ পারভেজ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০৯.২০২৪

মৃত্যুবরণ করলেন

মৃত্যুবরণ করলেন ছাত্র আন্দোলনে মাথায় গুলিবিদ্ধ পারভেজ

ডেস্ক রিপোর্টঃ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মাথায় গুলিবিদ্ধ আহত মো. পারভেজ ৩৮ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে মৃত্যুবরণ করলেন।

গত ৫ আগস্ট ঢাকার মিরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে মাথায় গুলিবিদ্ধ হয়েছিলেন পারভেজ। গুরুতর অবস্থায় তাকে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ চিকিৎসার পরেও বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ভোরে তিনি মৃত্যুবরণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য মো. কফিল উদ্দিন।

পারভেজ লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের ধন্যপুর গ্রামের মিন্নত হাজী বাড়ির নবী উল্যার বড় ছেলে। ঢাকায় থাই গ্লাসের দোকানে কাজ করা পারভেজ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে মিরপুর এলাকায় গুলিবিদ্ধ হন।

স্থানীয় সূত্রে জানা যায়, পারভেজ তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম সন্তান ছিলেন। তার বাবা মানসিক ভারসাম্যহীন, এবং পাঁচ ভাইবোন পারভেজের উপার্জনের ওপর নির্ভরশীল ছিল। সন্তানের মৃত্যুতে পারভেজের বাবা দিশেহারা হয়ে পড়েছেন এবং শোকে নির্বাক অবস্থায় আছেন।

পারভেজের মা ফাতেমা বেগম শোকাহত কণ্ঠে বলেন, ‘আমার কলিজার টুকরা চলে গেল। এখন আমি আমার পরিবারকে নিয়ে কী করব? আমার পারভেজই আমাদের একমাত্র ভরসা ছিল। আমি সরকারের কাছে এর বিচার চাই।’

পারিবারিক সূত্রে জানা যায়, পারভেজ বৈষম্যবিরোধী আন্দোলনে শুরু থেকেই সক্রিয় ছিলেন। ৫ আগস্ট মিরপুরে ছাত্রদের সঙ্গে আন্দোলনে অংশ নিলে পুলিশের গুলিতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় এবং অবস্থার অবনতি হলে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালে স্থানান্তর করা হয়। বৃহস্পতিবার ভোরে সেখানেই তিনি মারা যান। ময়নাতদন্ত শেষে পারভেজের মরদেহ তার নিজ গ্রামে এনে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন বলেন, ‘পারভেজের মৃত্যুর খবর শুনেছি এবং স্থানীয় ওয়ার্ডের মেম্বারকে তাদের বাড়িতে পাঠিয়েছি খোঁজখবর নেওয়ার জন্য।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি