সেনাবাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ বাড়ল
বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও এর উপরের পদমর্যাদার কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরও এক দফা বাড়ানো হয়েছে। রোববার (১২ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে জানানো হয়, সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব পদমর্যাদার কমিশন্ড কর্মকর্তাদের সারা দেশে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের ক্ষমতা দেওয়া হলো। এই ক্ষমতা ১৪ জানুয়ারি থেকে পরবর্তী ৬০ দিনের জন্য কার্যকর থাকবে।
এর আগে, গত ১৫ নভেম্বর তাদের এই ক্ষমতার মেয়াদ প্রথমবারের মতো ৬০ দিন বাড়ানো হয়েছিল। সেই মেয়াদ শেষ হচ্ছে আগামী মঙ্গলবার (১৩ জানুয়ারি)।