মঙ্গলবার,১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ


চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুন, কাজ করছে ১৭টি ইউনিট


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.১০.২০২৫

চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুন, কাজ করছে ১৭টি ইউনিট

ডেস্ক রিপোর্টঃ

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) একটি কারখানায় ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি স্টেশনের ১৭টি ইউনিট কাজ করছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে সিইপিজেডের ১ নম্বর সেক্টরের ৫ নম্বর সড়কের একটি নয়তলা কারখানায় আগুনের সূত্রপাত হয়। ভবনটিতে প্রায় পাঁচ শতাধিক শ্রমিক কাজ করেন বলে জানা গেছে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. জসিম উদ্দীন জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী ও নৌবাহিনীর সদস্যরাও কাজ করছেন।

ইপিজেড থানার ওসি মোহাম্মদ জামির হোসেন জিয়া বলেন, ‘ভবনটির মেডিকেল ইকুইপমেন্ট তৈরির প্রতিষ্ঠানের সপ্তম তলায় আগুন লাগে। পরে তা ছয়তলায় ছড়িয়ে পড়ে।’

ফায়ার সার্ভিসের চট্টগ্রাম অঞ্চলের উপসহকারী পরিচালক আবদুল মান্নান বলেন, ‘কারখানায় কেউ আটকা পড়েছে কিনা, তা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। আমরা সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।’

চট্টগ্রাম ইপিজেডের নির্বাহী পরিচালক আবদুস সোবহান বলেন, ‘ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি